মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

Let's Go Srimangol

 শ্রীমঙ্গল 
বন্ধুগণ, আপনারা কি ছুটি কাটাচ্ছেন? যেতে চান বেড়াতে? তাহলে ঘুরে আসুন শ্রীমঙ্গল থেকে। এখানে পাখির সুমধুর কন্ঠে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। পাবেন সবুজ প্রকৃতির ছোয়া। তো ঘুরে আসা  যাক ?

 মধুপুর লেক 
এখানে এলে মনে হবে পৃথিবী তে সবুজ ছাড়া কোনো রং নেই। দেখতে যেতে পারেন মধুপুর লেক। এই পুরো ভ্রমনে আপনাদের বাহন হবে ব্যাটারীচালিত অটোরিক্সা। আরো যেতে পারেন সরকারী ডাকবাংলোতে। গেলেই দেখবেন ডাকবাংলোর রঙিন ফুলগুলো আপনাকে দেখে ফিক করে হেসে দেবে। মধুপুর লেকের  অজস্র পদ্মফুল দেখে আপনি বোকা বনে যেতে পারেন। বিশাল বিশাল  চা-বাগানের মধ্য দিয়ে এগিয়ে গেছে মাটির সরু পথ। যা দেখে মুগ্ধ  হওয়া  স্বাভাবিক ব্যপার।

যেভাবে যাবেন :
                      ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবার বাস পাবেন সায়দাবাদ বা কলাবাগান বাসস্ট্যান্ড থেকে। ভাড়া পরবে ৩৫০-৪৫০ টাকার মধ্যে। চাইলে ট্রেন দিয়েও  যেতে পারবেন। টিকেট কাটতে হবে ১৬০ টাকা দিয়ে। শ্রীমঙ্গলে নেমে অটোরিক্সাযোগে যেতে পারেন লাউয়াছড়া বনে। সেখানে  সরকারী ডাকবাংলো রয়েছে। আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। তাছাড়া শ্রীমঙ্গলে হোটেলেরও ব্যবস্থা রয়েছে। লাউয়াছড়া থেকে মধুপুর লেকে যেতে অটোরিক্সার ওপর নির্ভর করতে পারেন। সময় লাগবে আধা ঘন্টার মত। ভাড়া ১০০-১৫০টাকা।
                 
                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন